
সম্প্রতি খাগড়াছড়িতে উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্বনির্ভর এলাকায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কথা বলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মুত্তাকিম।
প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, 'গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর এবং স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি-বাঙ্গালী ছাত্র জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েকটি স্থানে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় জনসাধারণের জান মালের ক্ষয়ক্ষতির আশংকা এবং নাশকতা রোধে ইতোমধ্যে জেলা প্রশাসক, খাগড়াছড়ি কর্তৃক ১৪৪ ধারা জারী করা হয়েছে।
আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, খাগড়াছড়ি বিজিবি সর্বদা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ারের আশে-পাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ঘটনার প্রথম দিনেই স্বল্প সময়ের মধ্যে বিজিবি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতিপয় দুষ্কৃতিকারীরা স্বনির্ভর বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলো। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে কোন প্রকার হতাহতের ঘটনা ব্যতিত স্বনির্ভর এবং চেঙ্গি এলাকা আমাদের নিয়ন্ত্রনে নেই। অদ্যবধি স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ার আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের ৯টি প্লাটুন খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজারে দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। এছাড়াও যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আরো ২টি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
চলমান পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিতকরণে খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছি। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনা করতঃ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।'
তিনি বলেন, 'পাহাড়ি-বাঙ্গালী পৃথক কোন জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমরা সকলেই শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে এক সাথে বসবাস করতে চাই। আমি আপনাদের সকলকে আহবান করবো শান্তি ও সম্প্রতির বন্ধন দৃঢ় রাখার জন্য।'
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা যারা সাংবাদিক পেশায় নিয়োজিত রয়েছেন তারা প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক জনসম্মুখে তুলে ধরবেন।
এছাড়াও, খাগড়াছড়ির সকল জনসাধারণের প্রতি আমার প্রত্যাশা থাকবে আপনারা আরো ধৈর্যশীল ও সহনশীলতার পরিচয় দিবেন। আপনাদের কোন দাবি থাকলে সকলেই একসাথে বসে আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে তা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করবো। আমি আপনাদের আরো আশ্বস্ত করতে চাই, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবিচ্ছিন্নভাবে খাগড়াছড়ির সাধারণ জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।'
প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি ৩ বিজিবির অধিনায়ক, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা গণ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর