
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে। সে সাথে চলছে ১৪৪ ধারাও। তবে আজকের এ অবরোধ অতীতের চেয়ে বেশ শান্ত। জেলাব্যাপী অবরোধ হলেও জেলা সদর বা কোন উপজেলায় পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। পূর্বের মতো আজও খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার গাড়ি। সে সাথে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ গাড়ি চলাচলও। তবে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে যাত্রী পারাপার করতে দেখা গেছে কিছু যানবাহন। যেকোনো নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী সেনা ক্যাম্প বসিয়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। দুষ্কৃতকারী শনাক্তে চেকিং করা হচ্ছে সবাইকে।
১৪৪ ধারা ভঙ্গ করে কেউ যেন আর অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য দুইয়ের অধিক জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। দুয়ের অধিক জনসমাগম দেখলে তা ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এ নজিরবিহীন নিরাপত্তা বেস্টনিতে রয়েছে পুরো জেলা।
গত রবিবার দুর্বৃত্তের গুলিতে নিহতদের মরদেহ গতকাল রাতে তাদের আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। আপদতো অশান্তি আর নয়, আর নয় রক্তপাত। শান্তির ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলছেন সবাই।
এ লক্ষ্যে আজ দুপুরে গুইমারার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল সহ অন্যান্য কর্মকর্তারা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘আজ গুইমারা ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করা হবে। এছাড়াও খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। নতুন করে যাতে আর কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।'
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, 'খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ার আশঙ্খা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের ১৪৪ জারি থাকবে।'
উল্লেখ, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে সপ্তম শ্রেণী পড়ুয়া এক মারমা কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে পাহাড়ি বিভিন্ন সংগঠনগুলো। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয়। আর এ অবরোধ সফল করতে এতে পূর্ন সমর্থন ও সংহতি জানায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সহ তাদের অনুগত সহযোগী সংগঠনগুলো। অবরোধের নামে জেলা জুড়ে তান্ডব চালায় পিকেটাররা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর