
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার ইতালির উপকূলীয় শহর ওট্রান্টো থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এ যোগ দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
গত ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম একটি ‘মিডিয়া ফ্লোটিলা’র বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, অবরুদ্ধ গাজায় মানুষ নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে। সেখানে চলছে ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ। এসব খবর ইসরায়েলি গণমাধ্যগুলো প্রতিনিয়ত উপেক্ষা করে যাচ্ছে। এই উপেক্ষা ভাঙার লক্ষ্যে মিডিয়া ফ্লোটিলার অংশ হিসেবে তার এই প্রচেষ্টা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর