
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু ও মিরাজ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রামকোল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. রাজু মৃধা (২৪), পিতা- শুকুর মৃধা, সাং রামকোল বাহাদুরপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী এবং মো. মিরাজ ইসলাম (৩৩), পিতা- মৃত আসলাম মিয়া, সাং কমলাপুর, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়াকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি মফিজুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর