
আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট আবুধাবি’ লটারি সেপ্টেম্বর মাসের ড্রতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি) জিতেছেন একজন প্রবাসী বাংলাদেশি। শারজাহতে বসবাসরত হারুন সরদার (৪৪) টিকিটটি ১৪ সেপ্টেম্বর কেনেন। তিনি পেশায় একজন প্রাইভেট ট্যাক্সিচালক। জয়ী টিকিটের নম্বর ০৩৫৩৫০।
খালিজ টাইমস জানিয়েছে, সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে হারুন সরদারের।
লাইভ ড্র-এর সময় শো-এর দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন গোল্ডেন ফোনে হারুনকে কল দিয়ে জয়ী হওয়ার সংবাদ জানান, তখন হারুন বিস্মিত হয়ে মাত্র ‘ওকে, ওকে, ঠিক আছে’ বলতে পেরেছিলেন। শো-এর দর্শকরা মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন।
তবে হারুন একাই পুরস্কারের পুরো অর্থ পাবেন না। দশজন মিলে ওই টিকেট কেনায় পুরস্কারের টাকাও এখন ভাগ করে নেবেন তিনি।
হারুন ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১৫ বছর ধরে আবুধাবিতেই থাকছেন। পরিবার বাংলাদেশে থাকলেও, তিনি নিয়মিত প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছিলেন এবং জেতার স্বপ্ন দেখছিলেন।
হারুন ছাড়াও আরো চারজন বিগ টিকিট লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। এদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলী।
বিগ টিকিট লটারিতে চারজন প্রবাসী ‘স্পিন দ্য হুইল’ জিতেছেন। প্রত্যেকেই পাবেন ১.৫ লাখ দিরহাম (প্রায় ৪৯ লাখ ৭৫ হাজার টাকা)। এদের মধ্যেও একজন বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ, যিনি আল-আইন শহরে বসবাস করেন এবং ১০ জনের সঙ্গে অর্থ ভাগাভাগি করবেন।
একই দিনে শারজাহতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম ড্রতে রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। তার বিজয়ী টিকিট নম্বর ০২২১১৮। গ্রান্ড প্রাইজ ছাড়াও প্রতি সপ্তাহে পাঁচজনের প্রত্যেকে পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম সোনার বার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর