
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এই খেলায় ঢাকা বিআরটিসি ক্লাব বনাম রাজশাহী জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
সরিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি মো: হারুন অর রশীদ কালামের সভাপতিত্বে এবং সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো: বাচ্চু বিশ্বাসের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া, বক্তব্য রাখেন সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক প্রধান শিক্ষক রেজাউল আলম হুমায়ুন, রাফিজুল ইসলাম ডালু, সরিষা বিট পুলিশ কর্মকর্তা এসআই ওবায়দুর রহমান, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রোকনুজ্জামান খান তপু, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, জিল্লুর রহমান, সরিষা বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুর রশিদসহ সরিষা বয়েজ ক্লাবের সকল সদস্য, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ কয়েক হাজার দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন। খেলায় ১-০ গোলে রাজশাহী জেলা ফুটবল একাদশ বিআরটিসি ঢাকা ক্লাবকে হারিয়ে জয় লাভ করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর