
রাজবাড়ীর পাংশা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলীকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
'শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি' প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রবিবার পাংশা উপজেলার সকল পর্যায়ের শিক্ষকবৃন্দের আয়োজনে পাংশা সরকারি কলেজের সম্মেলন কক্ষে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী উপজেলা শিক্ষক কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. প্রফেসর আরশাদ আলী।
এর আগে পাংশা কলেজ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে কলেজ প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। মূল বক্তব্য উপস্থাপন করেন পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খলিলুর রহমান।
এ সময় পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ. বি. এম. ওয়াহেদুজ্জামান ডাবলু, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ উপজেলার সকল কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর