
মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে নিজের দোকানে লুটের নাটক সাজিয়ে শেষমেশ নিজেই ফেঁসে গেছেন স্বর্ণ কারিগর শুভ দাস (৩৫)। পাঁচ লাখ টাকার চুক্তিতে তিন দুর্বৃত্তকে ভাড়া করে এই সিনেমাটিক পরিকল্পনা সাজান তিনি।
শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকার পট্টিতে পান্ডব ভবনের নিচতলায় অবস্থিত ‘অভি অলংকার’-এর মালিক শুভ দাস। তিনি মূলত স্বর্ণের একজন কারিগর।
শনিবার (৪ অক্টোবর) রাতে সেখানে ঘটে স্বর্ণ লুটের ঘটনাটি। পরবর্তীতে তদন্তে জানা যায়, ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন দোকান মালিক নিজেই।
তদন্ত সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শুভ দাস মোবাইল ফোনে বার্তা পাঠান তিন দুর্বৃত্ত সোহান, আমানত ও শরীফকে। এরপরই ক্যাপ পরা দুজন যুবক দোকানে প্রবেশ করে ভয়ংকর ছিনতাইকারীর ভূমিকায় অভিনয় করে। তারা শুভ দাসের গলায় চাকু ঠেকিয়ে লকার খুলে ২২ ভরি স্বর্ণালংকার (বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা) নিয়ে যায়। ঘটনাকে বাস্তব মনে করাতে শুভ দাসকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে পুলিশ তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করে। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পুরো ঘটনার নেপথ্যের নাটকীয়তা।
একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক তদন্তে প্রমাণ মেলে ঘটনাটি ছিল সম্পূর্ণ সাজানো। দোকান মালিক শুভ দাসই ছিলেন এই লুটকাণ্ডের মূল হোতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এই ঘটনার পেছনে অর্থনৈতিক টানাপোড়েন নাকি অন্য কোনো উদ্দেশ্য তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর