
বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরিপ্রত্যাশী পরিষদ।
আজ ৬ অক্টোবর, সোমবার, সকাল সাড়ে ৯টায় শেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন গ্রাহক ফোরামের পক্ষে জাফরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু, প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, সাংবাদিক আকরাম হোসাইন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেদায়েতুল ইসলাম, হাফেজ জহুরুল ইসলাম এবং সমাজসেবক ও ইসলামী ব্যাংকের গ্রাহক জাফরুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর পটিয়া উপজেলা থেকে প্রায় ৬ হাজার লোককে অবৈধ পন্থায় নিয়োগ দিয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকেও বিপুল সংখ্যক অদক্ষ ও অশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে, যার কারণে ব্যাংকের সেবা ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তাদের দাবি, গত সাত বছরে এই অবৈধ নিয়োগ এবং অনিয়মের কারণে ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছে। একই সাথে ব্যাংকটির মাধ্যমে বিপুল অর্থ পাচারের অভিযোগও তোলা হয়।
বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে লুটপাটের মাধ্যমে অর্থ বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে। তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে এবং এর বিচার দাবি করেন, পাশাপাশি পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর