
নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়ির পানির মোটর নষ্ট হওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে যান। দোকান মালিকের পরামর্শে মোটর মেরামতের জন্য আরিফুর রহমানকে ৫০০ টাকার চুক্তিতে বাড়িতে নিয়ে যান। আরিফুর মোটরের বিদ্যুৎতের তার প্লাস দিয়ে কাটার সময় বাড়ির মালিক সাইফার তাকে মেইনসুইচ বন্ধ করে কাজ করতে বলেন। কিন্তু আরিফুর বলেন যে বন্ধ করার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর বিদ্যুৎতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির মালিক মেইন সুইচ অফ করে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, "ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।"
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর