
বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি পৃথক মামলা করা হয়েছে।
গত রবি ও সোমবার রাতের দুই দিনের দুটি মামলায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মতিয়ার রহমানসহ ৩৪১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মতিয়ার রহমান বলেন, "আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করতেই একই মিথ্যা ঘটনায় দুটি পৃথক মামলা করা হয়েছে। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।" এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত বছরের ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করেন। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ৫ অক্টোবর রবিবার রাতে মো: রাহাত প্যাদা ৬৫ জন আসামির নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা দায়ের করেন।
ওই মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিক লীগের সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির এবং আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপুকে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
অপরদিকে ৬ অক্টোবর সোমবার রাতে মো: রাসেল বাদী হয়ে একই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ এবং ৮০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় সোমবার রাতেই অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর বশির উদ্দিন হাওলাদার, মাহবুব মালাকার ও বারেক প্যাদাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
সোমবার ও মঙ্গলবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও মামলার আসামি মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, "আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করতেই মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছে। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, "বিএনপির মিছিলে হামলার ঘটনায় থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে পৃথক দুটি মামলায় ১১১ জনের নাম উল্লেখ করে ২৩০ জনকে অজ্ঞাত রেখে মামলা হয়েছে।
ওই দুটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।"
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর