
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ হাজার বর্গমিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দিবাগত রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত এসআই অপূর্ব কুমার সাহাসহ নৌপুলিশের একটি দল ও কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে শুরু হয়ে চর কর্ণেশন, চর মজলিসপুর, ধোলাইয়ের চর ও কলাবাগান চ্যানেল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয়।
আটককৃত জেলেরা- ফরিদপুর কোতোয়ালি থানার গোলজার মন্ডলের মৃত আজাহার মোল্লার ছেলে মো. সালাম মোল্লা (৩৬), জয়নাল শেখের গ্রামের তারা সরদারের ছেলে ওবাইদুল সরদার (৩০), আকবর মালতের ডাঙ্গী এলাকার মো. আবসার মোল্লার ছেলে মো. ফজল মোল্লা (৩৫), মৃ লালন মোল্লার ছেলে মো. ছুরমান (৩২), মো. আলাউদ্দিনের ছেলে মো. আলমগীর (৩০), মো. ওসনান মোল্লার ছেলে মো. রুহুল আমিন (৩৩), মৃত ইসমাইল মোল্লার ছেলে মো. ইসাক মোল্লা (৪০), মৃত সোয়েদ কাজীর ছেলে মোতালেব কাজী (৪৫) ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন সাত্তার মেম্বার পাড়ার মৃত ইদ্রিস সরদারের ছেলে বাচ্চু সরদার (৩৫)।
ওসি ত্রিনাথ সাহা আরও জানান, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ দৌলতদিয়া খানকা শরীফের দরিদ্র এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর