
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাজেক ইউনিয়নের মাসালং বাজারে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালিত হয়।
বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন। এসময় মোট ৩২২ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এ মেডিকেল ক্যাম্পেইন স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর