
বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। কোচের ধাক্কায় শাহনাজ পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হামছায়াপুর কাঁঠালতলা ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ পারভিন উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্যাপাড়া গ্রামের হেলাল মোল্লার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শাহনাজ তাঁর মেয়ে হুজায়ফাকে ক্লিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কোচ তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্বামী হেলাল মোল্লা জানান, দুপুর ১টার দিকে শাহনাজ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর তাঁর ফোন বন্ধ পেয়ে তিনি ক্লিনিক এলাকায় খোঁজ নিতে যান, তখন জানতে পারেন তাঁর স্ত্রী আর বেঁচে নেই। এই ঘটনার ৩০ মিনিট পরে সন্ধ্যা ৭টার দিকে ৩০০ ফুট দূরত্বে আবার রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় হামছায়াপুর কাঁঠালতলা এলাকার পথচারী গোলাম কিবরিয়া ও মোটরসাইকেল চালক খানপুর ইউনিয়নের চৌপাড়িয়া গ্রামের ওয়াসিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত কোচটি জব্দের চেষ্টা চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর