
দেশে গ্যাস সংকটের বাস্তবতা তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পাইপলাইনের মাধ্যমে বাসা-বাড়িতে আর কোনো দিন গ্যাস সরবরাহ করা হবে না।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস দেওয়ার যুগ শেষ। গ্যাসের কথা ভুলে যান। এখন আমাদের নিজস্ব গ্যাস মজুত কমে গেছে। বর্তমানে আমরা বিদেশ থেকে ৬০-৬৫ টাকা প্রতি ইউনিট দরে গ্যাস আমদানি করি। এত ব্যয়বহুল গ্যাস দিয়ে বাসাবাড়িতে সরবরাহ করা কোনোভাবেই সম্ভব নয়।
তিনি আরও বলেন, শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে সীমিত আকারে পাইপলাইনের গ্যাস দেওয়া হবে। কিন্তু গৃহস্থালি পর্যায়ে সিলিন্ডার গ্যাসকেই এখন থেকে বিকল্প হিসেবে গ্রহণ করতে হবে। মানুষকে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হয়ে যেতে হবে। আমরা এলপিজির সরবরাহ সহজ ও নিরাপদ করতে কাজ করছি।
এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগকে সড়ক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে জনগণের সচেতনতা বাড়াতে নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর