
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ২২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী হাসান মিরাজ। তাওহীদ হৃদয়ের ব্যাটে আসে ৫৬ রান। বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।
ব্যাট হাতে শুরুতেই দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে চতুর্থ ওভারে ওমরজাইয়ের বলে গুরবাজের হাতে ধরা পড়েন তামিম। ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
ব্যর্থ হন তিনে নামা নাজমুল শান্তও। সেই ওমরজাইয়ের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ২ রান করে ফেরেন তিনি।
এরপর সেই বিপর্যয় কাটে তওহীদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের ১০০ রানের জুটিতে। হৃদয় ৫৬ ও মিরাজ সাজঘরে ফেরেন ৬০ রানে। তাদের উইকেট হারানোর পর ফের বিপাকে পড়ে বাংলাদেশ। অন্যান্যদের মধ্যে জাকির ১০, সাকিব ১৭ ও তানভীর ইসলামের ব্যাটে আসে ১১ রান। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন রশিদ খান ও ওমরজাই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর