
নড়াইলের সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে রবি মৌসুমে ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নড়াইল উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বেগুন, পালংশাক, লালশাক, মটর শুটি, লাউ, মুলা, বাটি শাকের বীজ ও সার বিতরণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর