
কুমিল্লায় পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ মোট পাঁচটি দাবি নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।
এতে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন এবং মহানগরী জামায়াতের নায়েবে আমির এ.কে.এম. এমদাদুল হক মামুন।
মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের সঞ্চালনায় গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পদ্ধতি চালু হলে বেশি ভোট কাস্ট হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং জনগণের ভোটের সঠিক মূল্যায়ন থাকবে। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। বক্তারা স্বৈরশাসকের সঙ্গে থাকা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান এবং নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলেন। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণ হবে না বলেও তাঁরা উল্লেখ করেন। এছাড়াও অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানানো হয়।
গণমিছিল ও সমাবেশে অংশ নেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাজারুল ইসলাম এবং মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহমেদ, অধ্যাপক জাকির হোসেন, দেলোয়ার হোসাইন সবুজসহ অনেকে। কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা 'এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা' স্লোগান দিতে দেখা যায়। সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি। তিনি আগামী নির্বাচনে কুমিল্লা ৬ আসনে সদর ও সদর দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহ্বান জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর