
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে মো. জুয়েল মৃধা (৩৯)।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর শনিবার ভোর ৫টায় গোয়েন্দা শাখার পুলিশ মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে সুলতান মিয়ার ঘরে মাদক কেনাবেচা চলছে। এই সংবাদ পেয়েই ভোর ৫টায় ডিবি পুলিশ সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি জুয়েল মৃধাকে গ্রেপ্তার করে। প্রথমে ইয়াবা রাখার বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে তল্লাশির মাধ্যমে মাছ ধরার ঝাঁকি জালে মোড়ানো ছয়টি প্যাকেটে ১,১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম হোসেন জানান, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উক্ত ব্যক্তির নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর