
কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অদ্য শনিবার (১১ অক্টোবর) সকাল ৯ টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত নারীর নাম অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩)। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম বাচ্চু। তিনি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা লুৎফুল হক লেন এলাকার ২১/১ নম্বর বাড়ির বাসিন্দা ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি বলে জানা যায় যুথি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা নিহত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে। যুথি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় তার স্বামীর সাথে থাকতো।
কেন হাসপাতালের পুকুরের কাছে আসলো এবং কিভাবে তার মৃত্যু হল তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর