
শিশুদের ‘নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের শিশু সংগঠক মাহবুব। ক্যাটাগরি তিনটি হলো: পরিবেশ ও জলবায়ু কার্যক্রম, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা।
নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর শিশুদের অধিকারের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করা একজন শিশুকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে। এ বছর বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৭২ জন শিশুকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনয়ন পাওয়া মাহবুবের বয়স ১৭ বছর। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। মাহবুব শিশুদের স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২২ সালে ‘দি চেঞ্জ বাংলাদেশ’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন।
এর মাধ্যমে তিনি শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, গাছের চারা, কলম, পেন্সিল, খাতা ইত্যাদি উপহার দেওয়ার মতো নানা উদ্যোগ নিয়েছেন। তিনি জেলার হাওর এলাকার শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
শিশুর অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ মাহবুব অসুস্থ শিশুদের রক্ত জোগাড়ে বিড়ম্বনা নিরসনের লক্ষ্যে ‘ব্লাড খুঁজি’ নামে একটি প্ল্যাটফর্মও গড়ে তুলেছেন। এই প্ল্যাটফর্মটির মাধ্যমে তিনি শিশু রোগীদের জন্য রক্ত জোগাড় করে দিতে সাহায্য করেন। এছাড়া মাহবুব হাওর অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
মাহবুব জানান, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে বাঁচাতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর