
বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। কনে একজন সেনা কর্মকর্তা, নাম সাবা সানজিদা রহমান। কনের বাসা ঢাকার ওয়ারীতে, নানির বাড়ি সিলেটে। গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে তানজীব সারোয়ার ও সাবার আংটি বদল সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় তানজীব সারোয়ার বলেন, ‘হ্যাঁ আমাদের এনগেজমেন্ট হয়েছে গতকাল (শুক্রবার)। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সবাইকে বলার সেভাবে সুযোগ হয়নি। একেবারে বিয়ের সময় সবাইকে বলব। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কেননা এখনো অনুমোদন পায়নি সাবা।’
কনে সম্পর্কে তানজীব সারোয়ার বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং—ও আর্মি অফিসার, আমি গায়ক।
পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল; আমি এমনটা দেখিনি, আপনি কি দেখেছেন? আমার মনে হয় না কোথাও কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।’
অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে আলোচিত এই গায়ক বললেন, ‘ওর সঙ্গে কথা হতো আমার।
একটা সময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। পরে তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল, সে আর্মিতে রয়েছে। আমি অবাক হয়েছি আসলে। কিন্তু এখন বেশ অন্য রকম লাগছে।’
তানজীব সারোয়ার আনুষ্ঠানিকভাবে গানের জগতে প্রবেশ করেন ২০১১ সালে। সে সময় তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর