
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৪উইকেটের জয় পেয়েছে নামিবিয়া৷ আগে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। সর্বোচ্চ ৩১ রান করেন জেসন স্মিথ। জানে গ্রিনের অপরাজিত ৩০ রানের সুবাদে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় পায় নামিবিয়া।
নামিবিয়ার ওয়ান্ডার্স ক্রিকেট গ্রাউন্ডে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক সাজঘরে ফিরেছেন প্রথম ওভারেই। এরপর রিজা হেনড্রিকস পারেননি ইনিংস বড় করতে। পাওয়ার প্লেতে ৩৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
৩০ রানের জুটি গড়েন রুবিন হারম্যান ও লুহান দ্রে প্রিটোরিয়াস। ১৮ বলে ২৩ রান করেন হারম্যান, ২২ বলে সমান সংখ্যক রান করেন প্রিটোরিয়াস। ব্যর্থ হন অধিনায়ক ডোনেভান ফেরেইরা।
তবে জেসন স্মিথের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ৩০ বলে ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। শেষদিকে জেরাল্ড কোয়েটজি ৬ বলে ১২ ও বিয়ন ফরটুইন অপরাজিত ১৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৪ রান সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেট শিকার করেন রুবেন ট্রাম্পেলম্যান।
রান তাড়ায় শুরুটা ভালো ছিল নামিবিয়ার। ২২ রানের ওপেনিং জুটি ভাঙে ইয়ান ফ্রাইলিঙ্কের আউটে। স্টিনক্যাম্পের ধুঁকতে থাকা ইনিংস থেমেছে ১৩ রানে। এরপর ২৩ রানের জুটি গড়েন অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও লফটি ইটন। ২১ বলে তিন চারে ২১ রান করেন এরাসমাস।
এরপর ইনিংস বড় করতে পারেননি জেজে স্মিট। এরপর ১৭ রানের জুটি গড়েন মালান ক্রুগার ও জানে গ্রিন। ১৮ রান করা ক্রুগারকে আউট করেন নান্দ্রে বার্গার। এরপর জানে গ্রিনের সাথে অবিচ্ছিন্ন জুটি গড়ে নামিবিয়ার জয় নিশ্চিত করেন রুবেন ট্রাম্পেলম্যান। শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল নামিবিয়ার। প্রথম বলেই ছয় হাঁকান জানে গ্রিন। এরপর সহজ সমীকরণ শেষ বলে মেলায় স্বাগতিকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর