
কুষ্টিয়া রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ও রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান।
গত শনিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া রেলস্টেশনে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে ব্যারিস্টার জিল্লুর রহমান স্টেশনের নিরাপত্তা, যাত্রীসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার ও স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। অতিরিক্ত আইজি ও রেলওয়ে প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, “রেলস্টেশন দেশের গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। এখানে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।”
এ সময় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ফাঁড়ি করার প্রস্তাব দিলে, ব্যারিস্টার জিল্লুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান রেলস্টেশনের পুরো এলাকা পরিদর্শন করে বলেন, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে তা সম্ভব নয়। তবে কুষ্টিয়া পুরাতন রেলস্টেশনে যেহেতু একটি ফাঁড়ি আছে, সেটি বড় করার আশ্বাস দেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর