
বলিউডের পর্দার অন্যতম জাদুকরি জুটি শাহরুখ খান ও কাজল আবারও প্রমাণ করলেন কেন তাঁদের রসায়ন আজও অমলিন। বাজিগর থেকে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম—প্রতিটি ছবিতেই তাঁদের জুটিকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য স্মৃতি ও ভালোবাসা। এবার সেই স্মৃতিতেই যেন ফিরে গেল ভক্তরা, যখন ২৭ বছর পর তাঁরা একসঙ্গে মঞ্চে নেচে উঠলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’–এর জনপ্রিয় গান ‘লড়কি বড়ি অঞ্জানী হ্যায়’–এর তালে।
শনিবার একটি বিশেষ ইভেন্টে উপস্থিত ছিলেন শাহরুখ ও কাজল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বাজতে শুরু হয় তাঁদের সেই কালজয়ী গানের সুর, আর তাতেই তৈরি হয় ইতিহাস। মঞ্চে একে অপরের চোখে চোখ রেখে পুরনো দিনের সেই নাচের স্টেপ পুনরায় করেন তাঁরা। মুহূর্তেই দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে হলঘর, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
শাহরুখ খান এদিন পরেছিলেন চিরচেনা অভিজাত কালো টাক্সেডো, আর কাজলকে দেখা যায় অনবদ্য কালো শাড়িতে। দু’জনের মধ্যকার সহজাত মাধুর্য আর হাসি যেন ফিরিয়ে আনল ৯০–এর দশকের সোনালি দিনগুলোকে। তাঁদের প্রতিটি ভঙ্গিমায় প্রকাশ পেয়েছিল সেই পুরনো প্রেম, বন্ধুত্ব আর নস্টালজিয়ার মিশেল।
মঞ্চে মুহূর্তটি আরও আবেগময় হয়ে ওঠে যখন কুছ কুছ হোতা হ্যায়–এর পরিচালক করণ জোহর তাঁদের সঙ্গে এসে আলিঙ্গন করেন। তিনজনের সেই উষ্ণ মুহূর্ত দেখে দর্শকদের চোখে জল, মুখে হাসি—সব একসঙ্গে মিশে যায়।
ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। টুইটার (এক্স), ইনস্টাগ্রাম, ইউটিউব—সব জায়গাতেই ভেসে যায় নস্টালজিয়ার ঢেউ। এক ভক্ত লেখেন, “২৭ বছর পরও শাহরুখ-কাজলের কেমিস্ট্রি আগের মতোই যাদুকরি।”
এক কথায় বলা যায়, এই ছোট্ট নাচের মুহূর্তই আবার প্রমাণ করে দিল—সময় যতই পেরিয়ে যাক, শাহরুখ ও কাজলের জুটি বলিউডের চিরন্তন কিংবদন্তি হিসেবেই রয়ে যাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর