
নীলফামারীর কিশোরগঞ্জে সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের শিখানো হল অগ্নি নির্বাপণ পদ্ধতি। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল শিক্ষার্থীদের অগ্নি নির্বাপণের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করে। সে প্রশিক্ষণে অগ্নি নির্বাপণের নিয়মগুলো শিখানো হয় শিক্ষার্থীদের।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান প্রমুখ।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মফিদার রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে জনসচেতনা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্নি নির্বাপণ পদ্ধতির উপর সর্ট প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়া অগ্নি নির্বাপণে একটি মহড়া দেয়াও হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর