
নীলফামারীর কিশোরগঞ্জে সোমবার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি করেছে। বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবীতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে এ কর্মবিরতি করে।
সোমবার দেখা যায়, পানিয়ালপুকুর মডেল স্কুল এন্ড কলেজ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ, রণচন্ডী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী অফিস রুমে বসে কর্মবিরতি করছে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আসলেও কর্মবিরতির কথা শুনে চলে যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, আন্দোলনরত আমাদের শিক্ষকদের উপর লাঠিচার্জ’র প্রতিবাদ ও ৩ দফা দাবী আদায়ে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর