"মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫" উপলক্ষে মধ্যরাতে আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।
বরগুনার আমতলী উপজেলার পায়রা নদীর আয়লা পাতাকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার, ১৩ অক্টোবর গভীর রাতে এই অভিযান চালানো হয়। মৎস্য অফিসের ৪ জন এবং আমতলী থানা পুলিশের ৩ সদস্য এই অভিযানে অংশ নেন।
রাত সাড়ে ৩টায় পায়রা নদীতে পরিচালিত এই অভিযানে ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো: অলিউর রহমান, নয়ন চন্দ্র ঘরামী, আশিকুর রহমান এবং আমতলী থানা পুলিশের এএসআই হারাধন সহ ২ জন সঙ্গীয় ফোর্স।
অভিযানে ১ কেজি ইলিশ মাছ এবং ১৫০০ মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয় এবং ১৫০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অভিযানটি পরিচালিত হয়। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর