জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিজন টাওয়ারের সামনে সদর রোডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আইডিয়াল কলেজের প্রভাষক ইলিয়াস হোসেন, ফজলুল হক কলেজের প্রভাষক জাকির হোসেন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান, উত্তর খাজুরা এসহাকিয়া আলিম মাদ্রাসার প্রভাষক জাকির হোসেন, বুড়িরচর স্কুলের প্রধান শিক্ষক সোহেলী পারভিন এবং আবদুল গণি মাদ্রাসার সহকারী শিক্ষক শাহজালাল রুমী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর