
বরগুনার তালতলীতে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে মালিপাড়া স্লুইস ঘাট সংলগ্ন সড়কে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন এসআই মাহবুব মল্লিক নেতৃত্বাধীন তালতলী থানা পুলিশের একটি টিম।
আটকরা হলেন,পাথর ঘাটা উপজেলার নাচনা পাড়া গ্রামের সাঈদ হাওলাদার পুত্র আবু বক্কর (২৮) তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের আফজাল মৃধা এর পুত্র রুবেল মৃধা(৩০) ও একই এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র সজল হাওলাদার (৩৫)
পুলিশ জানায়, তারা হেঁটে চেকপোস্ট অতিক্রম করার সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই মাহবুব মল্লিক জানান, আটক আসামিরা মাদকগুলো ঢাকা থেকে পরিবহন করে তালতলীতে আনছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর