
বরগুনায় আজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে র্যালি শেষে জেলা প্রশাসক অফিসের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। উপ-পরিচালক, সমাজসেবা, মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউল আলম।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত উপ-পরিচালক, সমাজসেবা বিভাগ, মো. ইউসুফ হোসেন, সিনিয়র সাংবাদিক হাসান ঝন্টু, বিশেষজ্ঞ, প্রতিবন্ধী সেবা কেন্দ্র, মো. রফিকুল ইসলাম, সমাজসেবক মো. আবুল কালাম আজাদ, দৃষ্টিপ্রতিবন্ধী মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. মিরাজ, ডা. মোস্তাফিজুর রহমান সিভিল প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর