
বরগুনা প্রেসক্লাবের সামনে আজ সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নসহ সকল স্বৈরাচারের বিচারের দাবিতে এই কেন্দ্রীয় কর্মসূচিতে বরগুনা পৌর শাখা, সদর উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী মানববন্ধনে সভাপতিত্ব করেন। মাওলানা আব্দুস শাকুর ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষে সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি ওমর ফারুক জিহাদী, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর