
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে কমে ৪৬.৮৬ শতাংশে দাঁড়িয়েছে।
এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৫.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৯২২ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট ৯৯ হাজার ৫৭২ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫৭ হাজার ৫২৪ জন ছাত্র এবং ৪২ হাজার ৫২ জন ছাত্রী।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেয়েরা এবারও ছেলেদের চেয়ে ভালো ফল করেছেন। এই বোর্ডে মেয়েদের পাসের হার ৫৩.৩৭ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৪২.৪৭ শতাংশ। গতবারের তুলনায় এবারের ফলাফলে বড় ধরনের অবনতি হওয়ায় অভিভাবক ও শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের অনেকেই মনে করছেন, নতুন পাঠ্যক্রম, পাঠ্যপুস্তকের জটিলতা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর