
জাতীয় ঐক্যমত কমিশন ঘোষিত "জুলাই জাতীয় সনদ এর আলোকে দেশের গণতান্ত্রিক চেতনা, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ধারাবাহিকতায় দাবি সমূহে " জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, মর্যাদা এবং আইনগত সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করার দাবীতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বিকেলে জেলা শহরের আখড়া বাজার নজরুল চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম লিখিত বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের সময় অসংখ্য ছাত্র-জনতা দেশের গণতান্ত্রিক পূর্ণজাগরণের সংগ্রামে অংশ নিয়ে গুরুতরভাবে আহত হন এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন। তিনি আরো বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক অর্জনের জীবন্ত প্রতীক এবং জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যেভাবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তেমনি আহতদের প্রতিও রাষ্ট্রের নৈতিক, মানবিক ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে।
আশরাফুল ইসলাম নাদিম লিখিত বক্তব্যে আরো বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা, রাষ্ট্রের কাছে আমাদের রক্ত ও আত্মত্যাগের স্বীকৃতি দাবী করছি। আমরা কোনো অনুগ্রহ নয়, আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা চাই রাষ্ট্র আমাদের আইনগত ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিক। আমরা বিশ্বাস করি শহীদদের পাশাপাশি পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা যারা জুলাই গণঅভ্যুত্থানের চিরস্থায়ী সাক্ষ্য হয়ে আছেন তাদের সম্মান দেওয়া মানেই মুক্তিকামী জনগণের মর্যাদা রক্ষা করা।
লিখিত বক্তব্যে আমাদের দাবি গুলো হলো, ১. আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩.উক্ত দাবীসমূহ "জুলাই জাতীয় সনদ ২০২৫" এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
লিখিত বক্তব্য ছাড়াও আশরাফুল ইসলাম নাদিম বলেন, আমরা দেখতে পেয়েছি জুলাই খসড়া পাবলিশ হওয়ার সাথে সাথে আহত জুলাই যোদ্ধা ভাইদেরকে স্পষ্টভাবে স্বীকৃতি প্রধান করা হয়নি, যা আহত যোদ্ধাদের জন্য খুবিই হুমকির কারণ হয়েছে। কারণ আমরা ৫ই আগস্টের পর লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন ভাইদেরকে হামলা-মামলার শিকার হয়েছে। তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না আহতদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে মারধর করবে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে। তিনি আরো বলেন, বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদেরকে শোষণ করেছিল ঠিক তেমনি ভাবে এখন পর্যন্ত আমাদের আহত ভাইদের কে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে। আমরা জানতে চাচ্ছি এখন পর্যন্ত আমাদের যে ইন্ট্রিং গঠিত হয়েছে আমরা এই পর্যন্ত তাদের কাছ থেকে দৃশ্যমান কোনো বিচার পাইনি। এখন পর্যন্ত আমাদের যে হাজার হাজার শহীদ হয়েছে, আমাদের শহীদ ভাই, যে বীর শহীদ রয়েছেন তাদের যে হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা এখন পর্যন্ত স্পষ্ট দেখতে পাইনি। আমরা মনে করি যে এখন পর্যন্ত ইন্ট্রিরুং গঠন করা হয়েছে তারা আমাদের সকল কার্যক্রমের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, আমরা মনে করি এটা আমাদের পরবর্তী বাংলাদেশের জন্য, আমাদের জন্য এটা খুবিই লজ্জা জনক। আবার দাবী জানাচ্ছি, আমরা ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমাদের আহত ও জুলাই যোদ্ধা ভাইদের কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আমাদেরকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের আইনি সুরক্ষা যথাযথভাবে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, কোনো কারচুপি নয়, অস্পষ্টভাবে কোনো কিছু নয়, স্পষ্টভাবে আমাদেরকে জুলাই সনদে উল্লেখ করতে হবে। এবং আমরা আরো দাবী জানাচ্ছি, যদি তারা এসকল কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের সকল আহত যোদ্ধা ভাইয়েরা আবার কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে। কীভাবে আমাদের দাবী আদায় করতে হয় আমরা ২৪শে তা দেখেছি, আমরা স্বৈরাচারকে পতন করেছি, ঠিক তেমনিভাবে আমরা আবারো ২৪শের মত এই কিশোরগঞ্জে আন্দোলন করবো এবং আমরা সকল আহত যোদ্ধা ভাইদেরকে নিয়ে আমাদের দাবী আদায় করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার মুখপাত্র মানস সরকার উৎস, কেন্দ্রীয় সদস্য রকিবুল হাসান, সংগঠক আনিসুজ্জামান, যুগ্ম সদস্য সচিব, শুভ রহমান, সংগঠক মোঃ সাইফুল্লাহ, জহিরুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর