
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার দুটি কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মোট ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে না পারায় স্থানীয়ভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, সাঘাটা উপজেলার জুমারবাড়ি মহিলা কলেজ থেকে অংশ নিয়েছেন ১ জন শিক্ষার্থী। তবে দুই কলেজের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অনিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষক সংকট, পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং প্রশাসনিক নজরদারির ঘাটতির কারণে এ ধরনের ফলাফল হয়েছে। বিশেষ করে প্রান্তিক এলাকার ক্ষুদ্র কলেজগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষার মান কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
অভিভাবক ও সাধারণ মানুষদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষক সংকট, অব্যবস্থাপনা এবং একাডেমিক দুর্বলতার কারণে উপজেলার অনেক কলেজেই এখন শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বিডি২৪লাইভ.কম 'কে বলেন, “কোনো কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া অত্যন্ত হতাশাজনক। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর