খাগড়াছড়িতে শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নিহতরা হলেন দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের আব্দুর রাজ্জাক সওদাগর (৬০) ও বাসটির সুপারভাইজার অনিল চাকমা (৩৭)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের আলুটিলা নেমে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। বাসটি বাঘাইহাট ও দীঘিনালা উপজেলার ৩৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে আলুটিলা পাহাড় নেমে সাপমারা এলাকায় আসার সময় বাসটির সামনের চাকা ফেটে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় বাসটি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। আহত যাত্রীরা জানান, 'চালক বেপরোয়া গতিতে গাড়ী চালাচ্ছিলো। গাড়ি স্বাভাবিক গতিতে চালাতে বার বার চালকের দৃষ্টি আকর্ষণ করা হলেও চালক এতে কর্ণপাত করেনি।'
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, 'দূর্ঘটনাস্থল থেকে ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।'
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, 'চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আহত যাত্রীদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর