
জয়পুরহাটের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের ৬৬তম সাধারণ সভা আজ শনিবার বেলা ১১টায় নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ পরিষদের সভাপতি, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস।
সাধারণ সভায় সংস্থার অডিট রিপোর্টসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন। আলোচনায় অংশ নেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, খোরশেদ আলম। সাধারণ পরিষদের পক্ষে আলোচনায় অংশ নেন শাহাদুল ইসলাম সাজু, নিলুফা জহুর লিলি, রাজিয়া সুলতানা, উৎপল কুমার মন্ডল, ড. সাজ্জাদুল বারী, সুজন কুমার মন্ডল, আনিসুর রহমান বিটন, সোহরাব হোসেন চৌধুরী, আব্দুল মোমিন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জাকস ফাউন্ডেশন উত্তরাঞ্চলের ৯টি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর