
টাঙ্গাইলের মির্জাপুরে ময়নাল হক স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরিক্ষায় অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেনি। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ২০২৩ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রুপান্তরিত হয় এবং এবারই প্রথম প্রতিষ্ঠানটির মানবিক বিভাগ থেকে ১৮ জন পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নেন।
এমন ফলাফল বিপর্যয়ে প্রতিষ্ঠানটি নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এটিএম আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ জানিয়ে সহকারি প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলে ফোন বন্ধ করে ফেলেন। তবে এমন ফলাফল বিপর্যয়ের নেপথ্য কারণ হিসেবে শিক্ষক সংকটকে দায়ী করেন ওই প্রতিষ্ঠানের এক শিক্ষক (পরিচয় প্রকাশে অনিচ্ছুক)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার বলেন, এমন ফলাফল বিপর্যয়ের পিছনে বেশকিছু কারণের কথা জানতে পেরেছি। এরমধ্যে প্রধান কারণ ওই শিক্ষার্থীরা ক্লাসমুখী ছিলোনা।
সাজু/নিএ
সর্বশেষ খবর