
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৯ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে জানান, সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এন এস আই, ডিজি এফ আই, এনটিএমসি, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জননিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ১২টি প্রধান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—
* ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ,
* ভোটগ্রহণ কর্মকর্তাদের সুরক্ষা,
* সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা,
* আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম,
* অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ,
* বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা,
* সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কৌশল নির্ধারণ,
* পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা,
* সেনা মোতায়েন পরিকল্পনা,
* অবৈধ অনুপ্রবেশ রোধ,
* দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পরিবহনে হেলিকপ্টার সহায়তা,
* এবং ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, **আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।** এ লক্ষ্যে **ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা** করা হতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর