
অবশেষে সেই বাংলাদেশি নীল ছবির তারকা যুগল সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন। বান্দরবন থেকে সিআইডি তাদের গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ আছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই দম্পতি বিদেশি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের শীর্ষপর্ন সাইটগুলোর মধ্যে একটি হিসেবে জায়গা করেছে।
তদন্তে জানা গেছে, তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশে পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ ২০১২ সালের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। সিআইডি বলেছে, এই যুগল শুধু নিজেই অপরাধ করছে না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছে, ফলে দেশের মধ্যে পর্ন ভিডিও উৎপাদন ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর