
বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি আবারও বড় পরিসরে বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে। শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে দেশটি আগামী তিন বছরে প্রায় ৫ লাখ শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ইতালির স্পন্সর ভিসায় (Decreto Flussi) শ্রমিক নেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করা যাবে বিশ্বের ৩৮টি নন-ইউরোপীয় দেশ থেকে — যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
এবারের প্রক্রিয়ায় আগের বছরের তুলনায় নতুন ও কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে। সঠিক মালিক (স্পন্সর) ও দক্ষ কর্মী ছাড়া আবেদন করা প্রায় অসম্ভব হবে বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছেন— “দালাল চক্র থেকে সাবধান থাকতে হবে। কারণ এখন ইতালিতে মালিকের প্রতিটি কাগজপত্র শতভাগ সঠিক না থাকলে ভিসা অনুমোদন দেওয়া হবে না।”
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালি প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিয়েছে, যা পরবর্তীতে বাড়িয়ে ৫ লাখে উন্নীত করা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতায় বড় কোটা ঘোষণা এসেছে।
এছাড়া ২০২৬ সালের ভিসা ক্লিক-ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি তারিখে। আগাম ফর্ম পূরণকারীরা ওই দিন সকাল ৯টায় সুনির্দিষ্ট পোর্টালে লগইন করে আবেদন জমা দিতে পারবেন।
নতুন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে মালিক ও শ্রমিকের তথ্য যাচাই করা হবে। এতে করে আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং ঢাকায় ইতালির ভিসা প্রাপ্তিতে বাংলাদেশিদের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর