
নীলফামারী-৪ আসনের বিএনপির গ্রিন সিগনালপ্রাপ্ত সম্ভাব্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেছেন, "আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব," তা বলা যাবে না। আগামী দিনের স্লোগান হবে, "আমার ভোট আমি দিব, বুঝে শুনে ধানের শীষে দিব।" তিনি সোমবার রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাছারী পানিয়ালপুকুর মিক্সড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, এ প্রসঙ্গে আলহাজ্ব আব্দুল গফুর সরকার আরও বলেন, "যে গুম-খুন, দুর্নীতি, লুটপাট, টাকার পাচার করেছেন, তার জন্য ক্ষমা চান, সংশোধন হন। তারপর দেশের মানুষ বিচার করবে আপনারা ভোট করতে পারবেন কিনা। গুম-খুন, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না।"
মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি নিতাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আফজালুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার দুদুল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর