
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বগুড়ার সাবেক সদস্য সচিব ও জুলাই যোদ্ধা সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানিক একটি দল। বগুড়ার নারুলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর। তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনে গতকাল সোমবার তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ ও র্যাবের যৌথ বাহিনীর একটি দল বগুড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে।
জুলাই যোদ্ধা সাকিব খানের পিতা ফরহাদ খান বলেন, প্রতিদিনের মতোই সাকিব রাতের বেলা ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও র্যাবের সদস্যরা বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার করে। পরে পুলিশকে প্রশ্ন করলে তারা জানায়, সাকিবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আমার সন্তান নিজের জীবন বাজি রেখে এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছিল। শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরকার বিরোধী পোস্ট করায় তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান, জুলাই যোদ্ধা সাকিব খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সাকিবকে গ্রেপ্তারের ঘটনায় বগুড়ার জুলাই যোদ্ধা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ইতোমধ্যে সচেতন বগুড়াবাসীর ব্যানারে আজ বিকেল ৫টায় বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর