
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এই অভিযান চালানো হয়।
জব্দ করা ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয় ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পশ্চিম বাজার এলাকায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
এই অভিযানে জীবন স্টোর নামের দোকান থেকে ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং দোকানের মালিক জীবন (২২)-এর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(১) ধারার টেবিল ৪(খ) অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব-উল-আহসান বলেন, “পলিথিন ব্যবহারে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আজকের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
পরিবেশ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর