খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চতুর্থ পলাতক আসামি সুমন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার চট্রগ্রামের বায়েজিদ এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার আসামি মাটিরাঙ্গা গোমতি ইউনিয়নের যুদ্ধ কুমার ত্রিপুরার ছেলে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ২ ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ২ ধর্ষক পালিয়ে যায়। পরে পুলিশি অভিযানে পালিয়ে থাকা ২ ধর্ষকের মধ্যে ১ জনকে আটক করে পুলিশ। এরপর শুক্রবার চতুর্থ পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় ৪ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে কিশোরীর বাবা।
আটককৃতরা হলেন, রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল ত্রিপুরা (১৭), রিমন ত্রিপুরা (২২) ও সুমন বিকাশ ত্রিপুরা (১৮)। আটক রনি বিকাশ ত্রিপুরা বেলছড়ি ইউনিয়নের হেমন্ত হেডম্যান পাড়া এলাকার অরুণ বিকাশ রোয়াজার ছেলে। অপর আসামিরা গোমতি ইউনিয়নের উদয় কুমার পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী আত্মীয়ের সাথে স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে পূজা দেখতে যায়। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে হেডম্যান-কার্বারির মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করে অভিযুক্তরা। এক পর্যায়ে বনিবনা না হলে ২ ধর্ষক পালিয়ে যায় এবং অপর ২জনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম বলেন, 'তথ্য প্রযুক্তি এবং আমাদের সোর্সের সহযোগিতায় ধর্ষণ মামলার আসামি সুমন বিকাশ ত্রিপুরাকে চট্টগ্রামের বায়েজিদ থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে মাটিরাঙ্গা থানায় নিয়ে আসা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর