ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মফিজুর রহমান মুকুল নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় তাঁকে তিনটি গুলি করা হয়।
গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের হয়ে কাজ করতেন।
গুরুতর আহত মফিজুর রহমান মুকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার কিছু সময় আগে উপজেলা সদরের ডাকবাংলো রোডের সমবায় মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মুকুল পশ্চিমপাড়ায় তাঁর বাসার দিকে রওনা হন। বাসার কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কাছ থেকে ৩টি গুলি করে। এসময় তাঁর চিৎকারে আশপাশের দোকানিরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি নেতা মুকুলের পিঠের মাঝখানে একটি ও কোমর বরাবর আরেকটি গুলি বিদ্ধ হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অজ্ঞাত ব্যক্তিরা পেছন থেকে গুলি করেছে। উনি (মুকুল) কাউকে দেখতে পাননি। তা ছাড়া তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। ঘটনার পর থেকে পুলিশের অভিযান শুরু হয়েছে।’
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর