বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অতিরিক্ত সিম ব্যবহারে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।
রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জরুরি বার্তায় জানানো হয়, যারা ১০টির বেশি সিম ব্যবহার করছেন, তাদের ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিটিআরসি জানিয়েছে, নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইলে *16001# ডায়াল করে এনআইডির শেষ ৪ সংখ্যার ডিজিট পাঠাতে পারবেন।
কমিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে দৈবচয়ন পদ্ধতিতে বিটিআরসি নিজেই অতিরিক্ত সিমগুলো বাতিল করে দেবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর