একটা সময় দেখা যেত পালকি বা ঘোড়ার গাড়িতে চড়ে বর আসতো। রূকথার মতো দৃশ্যের আগমন ঘটলো। নীল আকাশ চিরে নাগরপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করল একটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে উঠে বসল লাল শেরওয়ানিতে সজ্জিত বর ডা. রায়হান।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ডাঙ্গা ধলাপাড়া গ্রামে। শখ পূরণ ও ডাক্তার দম্পতি মিলনকে স্মৃতি হিসেবে ধরে রাখতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ডা. মোঃ নাজমুল হুদা রায়হান। ডা. রায়হান নাগরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল বারেক মিয়ার একমাত্র সন্তান।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে আকাশপথে বরিশালের সুন্দরদী, টরকি বন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডা. নওরিন নামক কনের বাড়িতে। এদিকে হেলিকপ্টারটি সরকারি কলেজ মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন। কনে ডা. খালেদা আনজুম নওরিন, সুন্দরদী টরকি বন্দর গৌরনদীর মো. খালেদ সাইফুল্লার ১ম কন্যা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর