তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে এবং এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের মোট ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সময়সীমা এখন খুব সীমিত। নভেম্বরে পর আর এসব কাজ করা সম্ভব হবে না।’
অনুষ্ঠানে নামসর্বস্ব সংবাদপত্র, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচনে এআই প্রপাগান্ডা–সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নামসর্বস্ব পত্রিকার তালিকা তৈরি করেছে। সাংবাদিকদের সমর্থন পেলে এক বছরেও যারা একদিনও ছাপেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার সংবাদপত্রের প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে। বিজ্ঞাপনের হার দ্বিগুণ করা হলেও সংবাদপত্রগুলোকে সাংবাদিকদের নির্ধারিত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে, নইলে কোনো সুবিধা পাবে না।
গণমাধ্যমে আওয়ামী লীগের প্রভাব কমানোর প্রতিশ্রুতির বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘এ কাজে পুরোপুরি সফল না হলেও চেষ্টা করা হয়েছে। সরকার শেখ মুজিবের মতো কোনো মিডিয়া বন্ধ করতে চায় না, তাই কেউ বন্ধ করা হয়নি।’
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর