রাশিয়া সফলভাবে পারমাণবিক-চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেসতনিক’ (৯এম৭৩০)-এর পরীক্ষা চালিয়েছে। দেশটির দাবি, এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এবং এটি রাশিয়ার পারমাণবিক শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়।
রোববার (২৬ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “বুরেভেসতনিক এমন এক অনন্য অস্ত্র, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। আমরা শিগগিরই এর মোতায়েনের প্রস্তুতি নেব।” ক্রেমলিন তার এই বক্তব্য প্রকাশ করেছে।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ অক্টোবর। এ সময় এটি প্রায় ১৪ হাজার কিলোমিটার (৮,৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।
গেরাসিমভ বলেন, “পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কার্যত সীমাহীন। এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম।”
পুতিন আরও বলেন, “একসময় রুশ বিশেষজ্ঞেরা আমাকে জানিয়েছিলেন, এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু এখন আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি।”
গত সপ্তাহে পুতিন দাবি করেছিলেন, রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন বিশ্বের সবচেয়ে আধুনিক এবং যেকোনো পারমাণবিক শক্তির চেয়েও উন্নত।
বিশ্লেষকদের মতে, বুরেভেসতনিকের এই ঘোষণা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক অবস্থান আরও দৃঢ় করার বার্তা বহন করছে। তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (FAS)-এর তথ্য অনুযায়ী, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের **৮৭ শতাংশই** রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
সূত্র: রয়টার্স, এপি, ব্লুমবার্গ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর